কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী অ্যাড. মো. আজিজুর রহমান মোল্লা ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এর ধারাবাহিকতায় শনিবার (২২ নভেম্বর ২০২৫) হোমনার নিলখী ইউনিয়নে গণসংযোগ করেন।
এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে স্থানীয় মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণ করেন।
সাবেক হোমনা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. আজিজুর রহমান মোল্লা উপজেলার নিলখী ইউনিয়নের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এবং বাজারের ব্যবসায়ী, পথচারী ও তরুণদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
তিনি চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের সমস্যা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। গণসংযোগে তাঁর সঙ্গে স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এসময় তিনি বলেন, ৩১ দফার লক্ষ্য দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। আমরা এ তথ্য মানুষের কাছে পৌঁছে দিতে মাঠে নেমেছি।গণসংযোগ শেষে তিনি নিলখী বাজারের বিভিন্ন দোকান ও বাড়ি পরিদর্শন করেন এবং এলাকার সাধারণ মানুষের খোঁজখবর নেন।