পাবনা-৩ আসনে নির্বাচন করবেন রাজা

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২২ নভেম্বর, ২০২৫, ০৬:৩৮ পিএম
পাবনা-৩ আসনে নির্বাচন করবেন রাজা

পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে সংসদ সদস্য প্রার্থী হবেন আলহাজ্ব হাসানুল ইসলাম রাজা। চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলাকে সন্ত্রাস,চাঁদাবাজ ও দখলদার মুক্ত করাসহ জনজীবনে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে তিনি দীর্ঘদিন ধরেই মাঠে রয়েছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হবেন বলে ঘোষনা দিয়েছেন। তিনি এলাকার সমস্যার সমাধান এবং সা্র্িবক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সকলের সহযোগিতা কামনা করেছেন।।

তিনি দীর্ঘদিন ধরেই মতবিনিময়,উঠান বৈঠক,পোস্টার ও বিলবোড স্থাপন,মাইকিং,কর্মপরিকল্পনাসহ এলাকার ব্যাপক প্রচারণা চালিয়ে আসছেন। নির্বাচনে অংশগ্রহণের  চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান এই নেতা। তিনি তার পছন্দের দলের মনোনয়নে জন্য অপেক্ষায় আছেন। দলের মনোনয়ন না পেলেও তিনি মাঠ ছাড়বেন না। তিনি বলেন,আগামী ২৮ নভেম্বর থেকে একটানা নির্বাচনী প্রচারণা ও নির্বাচনী জনসংযোগ চালাবেন বলেও জানান।

আপনার জেলার সংবাদ পড়তে