সিরাজগঞ্জ রায়গঞ্জের ঘুড়কা নতুন পাড়া করতোয়া সরকারি খালের পাড়ের মাটি কেটে নিয়ে গেছে মাটি খেকো দূর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতের অন্ধকারে সরকারি খাস খতিয়ান ভুক্ত সম্পত্তির মাটি কেটে অন্যত্র বিক্রি করেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়,রাতের আন্ধারের এক্সেলেটর (বেকু) মেশিন দিয়ে মাটি কেটে ড্রাম ট্রাক যোগে মাটি বিক্রি করছে মাটি খেকো রহুল। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ৯ টার দিকে ৪ থেকে ৬ জনের একটি দল এ মাটি কাটায় অংশগ্রহণ করেন। খালের পাড় কেটে জমি তৈরির প্রস্তুতি করছেন কফিল উদ্দিন ভূইয়া এমন অভিযোগ এলাকাবাসীদের । এলাকার বাসিন্দা মুসলিম শিকদার বলেন,রাতের অন্ধকারে কে বা কারা মাটি কাটছে তা জানি না। ঘুড়কা ইউনিয়নের সহকারী ভূমি মনছুর আলী মুঠোফোনে বলেন, সরেজমিনে লোক পাঠিয়ে বিষয়টা অবগত হয়েছি,এখন মাটি কাটা বন্ধ আছে। সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা বলেন, আপনার মাধ্যমে জানতে পারলাম, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।