ঢাকায় রাষ্ট্রীয় সফরে থাকা ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাতীয় নাগরিক পার্টির নেতারা। রোববার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এই বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। আলোচনায় দুদেশের সম্পর্ক, বাণিজ্য ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।
ভুটানের প্রধানমন্ত্রী দুই দিনের সফরে শনিবার সকালে ঢাকায় আসেন। সফরের প্রথম দিন বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়। তাদের উপস্থিতিতে স্বাস্থ্য খাতে সহযোগিতা এবং ইন্টারনেট সংযোগ উন্নয়নের ওপর দুটি সমঝোতা স্মারক সই হয়। এর মাধ্যমে প্রযুক্তি ও জনস্বাস্থ্য খাতে ভবিষ্যৎ সহযোগিতার নতুন দিগন্ত খুলতে পারে বলে কূটনৈতিক মহলে আলোচনা চলছে।
রোববারের বৈঠকে এনসিপি নেতারা জানায়, আঞ্চলিক বাজার সম্প্রসারণ, যোগাযোগ সহজীকরণ এবং জন-আদানপ্রদানের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়েছে। যদিও বৈঠকের আনুষ্ঠানিক বিবরণ প্রকাশ করা হয়নি, তবে নেতৃত্ব পর্যায়ের এই সাক্ষাৎকে উভয়পক্ষই ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছে। বৈঠক শেষে একটি সূত্র জানায়, “পারস্পরিক সহযোগিতা বাড়াতে দুপক্ষ উৎসাহ প্রকাশ করেছে।”
একই দিনে দুপুরে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর একান্ত বৈঠকেরও কথা রয়েছে। বিকেলে তিনি বাংলাদেশের আরও কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।