চাটমোহরে পরীক্ষায় অসুদুপায় অবলম্বনের দায়ে বহিস্কার

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৩ নভেম্বর, ২০২৫, ০৪:১৮ পিএম
চাটমোহরে পরীক্ষায় অসুদুপায় অবলম্বনের দায়ে বহিস্কার

পাবনার চাটমোহরে কারিগরী শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি শিক্ষাক্রমের নবম শ্রেণী সমাপনী পরীক্ষায় অসুদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। গতকাল রবিবার (২৩ নভেম্বর) সকালে চাটমোহর সরকারি আরসিএন এন্ড বিএসএন মডেল পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ট্রেড-১ প্রথম পত্রের জেনারেল মেকানিক -১ পরীক্ষায় অসুদুপায় অবলম্বনের দায়ে ওই স্কুলের ছাত্র মোঃ ফরহাদ হোসেন (রোল নং ৬০৯১৯৪) কে এক বছরের জন্য কেন্দ্র সচিব বহিস্কার করেন। ওই কেন্দ্রের তদারকি কর্মকর্তা উপজেলা গ্রাম্য আদালতের সমন্বয়কারী শফিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

আপনার জেলার সংবাদ পড়তে