লংগদুতে কৃষি ব্যাংকে দুদকের অভিযান, ৭ কোটির অর্থ কেলেঙ্কারির অভিযোগ

এফএনএস (সাকিব মামুন; লংগদু ও বাঘাইছড়ি, রাঙ্গামাটি) : | প্রকাশ: ২৩ নভেম্বর, ২০২৫, ০৪:২৬ পিএম
লংগদুতে কৃষি ব্যাংকে দুদকের অভিযান, ৭ কোটির অর্থ কেলেঙ্কারির অভিযোগ

কৃষকের নামে ব্যাংক থেকে লোন তুলে জাল জালিয়াতের  অভিযোগ ও ঋণ বিতরণে নানা অনিয়মের অভিযোগে রাঙ্গামাটির লংগদু কৃষি ব্যাংকে অভিযান পরিচালনা করেছেন দুর্নীতি দমন কমিশন দুদক।

রবিবার রাঙ্গামাটি দুর্নীতি দমন কমিশন দুদকের ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি উপজেলার কৃষি ব্যাংকে অনিয়মের অভিযোগের ভিত্তিতে তদন্তে জন্য অভিযান পরিচালনা করে।

এসময় রাঙ্গামাটি দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক ফরহাদ হোসেনের নেতৃত্বে সহকারী পরিচালক রাজু আহমেদ, উপ-সহকারী কর্মকর্তা মো. বোরহান উদ্দীন, সহকারী পরিদর্শক আবু ছাদেক অভিযান পরিচালনা করেন।

দুদকের পক্ষ হতে জানানো হয়, যেসকল অনিয়ম ও অভিযোগ পাওয়া গেছে, তার বিরুদ্ধে দ্রুত সময় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। তারা জানায় প্রাথমিকভাবে ৭ কোটি টাকার অধিক পরিমাণ অর্থ কেলেঙ্কারির তথ্য মিলেছে। কৃষকদের নামে ভুয়া লোন ও প্রণোদনা  বিতরণের নামে অর্থ হাতিয়েছে দালাল চক্র।

অভিযোগে বলা হয়েছে, আটারকছড়া ইউনিয়নের শতাধিক কৃষকের কাছে কৃষি প্রণোদনার কথা বলে ভোটার আইডির কপি ও ছবি সংগ্রহ করা হয়। পরে তাদের নামে ৩৫-৪০ হাজার টাকা করে ঋণ উত্তোলন করা হলেও কৃষকদের দেওয়া হয় মাত্র দুই হাজার টাকা। অবশিষ্ট টাকা আত্মসাৎ করে সংশ্লিষ্টরা গা-ঢাকা দেয়। বর্তমানে এসব ঋণের পরিমাণ প্রায় কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে। দ্রুত দালাল চক্র সহ সকল অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওায়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে