দিঘলিয়ায় কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৪ জানুয়ারী, ২০২৫, ০৫:৩৩ পিএম
দিঘলিয়ায় কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত

কেন্দ্রীয় কর্মসূচির আলোকে দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন কৃষকদলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (৩ জানুয়ারি) বিকাল ৩ টায় ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক চৌধুরী হেমায়েত হোসেনের সভাপতিত্বে স্থানীয় লাখোহাটি বাজার সংলগ্ন মধ্যপাড়া প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা কৃষক দলের সভাপতি মোল্লা কবির হোসেন। প্রধান বক্তা ছিলেন জেলা কৃষকদলের সদস্য সচিব আবু সাঈদ শেখ। বিশেষ বক্তা ছিলেন দিঘলিয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ লিটন শেখ, কৃষক দলের সদস্য সচিব ইফতেখার হোসেন। বিশেষ অতিথি ছিলেন খন্দকার ফারুক হোসেন, শরীফ ইকবাল হোসেন, মোল্লা সাজ্জাদ হোসেন, চৌধুরী আলম। বক্তব্য রাখেন যুবদল নেতা মোল্লা মাহমুদুল হাসান মিঠু, আনসার মোড়ল, মহিউদ্দিন, হুমায়ুন কবির, ওহিদুল, হাসিন শিকদার, আঃ রহমান, শাহিন, মামুদ, শেখ জামির হোসেন প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে