সাতক্ষীরা সরকারি-বেসরকারি দপ্তরের সমন্বয়ে উন্নয়ন ত্বরান্বিত করার তাগিদ

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ২৩ নভেম্বর, ২০২৫, ০৪:৩৫ পিএম
সাতক্ষীরা সরকারি-বেসরকারি দপ্তরের সমন্বয়ে উন্নয়ন ত্বরান্বিত করার তাগিদ

জেলা প্রশাসনের উদ্যোগে সাতক্ষীরায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ নভেম্বর ২০২৫) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি বলেন, “উন্নয়ন ও আইনশৃঙ্খলা সমানতালে এগিয়ে নিতে সব দপ্তরের সমন্বিত উদ্যোগ জরুরি। জনগণের সেবা নিশ্চিত করতে মাঠপ্রশাসনকে আরও গতিশীল হতে হবে।” তিনি সাইবার নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা ও সেবা প্রদান পদ্ধতি উন্নত করার কথা উল্লেখ করেন।

সভায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। অংশগ্রহণকারীরা নিজ নিজ দপ্তরের কার্যক্রম, চাহিদা ও সমস্যা তুলে ধরে সমাধানের প্রস্তাব দেন। জেলা প্রশাসক জানান, জনসেবামুখী সব কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সভা শেষে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার ও দ্রুত সেবা নিশ্চিত করতে কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে