ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে নতুন করে দিল্লিকে চিঠি দিয়েছে বাংলাদেশ। শুক্রবার (২১ নভেম্বর) চিঠিটি পাঠানোর পর রোববার ২৩ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য নিশ্চিত করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তিনি বলেন, দুই দিন আগে দিল্লিতে বাংলাদেশ মিশন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ড ঘোষণার পর তাদের ফেরত পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। এর আগে শেখ হাসিনাকে ফেরাতে পাঠানো চিঠির কোনো জবাব আসেনি।
ট্রাইব্যুনাল গত সোমবার ১৭ নভেম্বর জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়। একই মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ায় পাঁচ বছরের কারাদণ্ড পান। রায় ঘোষণার পরদিন থেকেই অন্তর্বর্তী সরকার ভারতের প্রতি আবারও আহ্বান জানায় তাদের দেশে ফেরত পাঠানোর জন্য।
গত বছরের ৫ আগস্ট সরকারের পতনের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। তখনই ঢাকার পক্ষ থেকে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত চেয়ে চিঠি পাঠানো হয়। কিন্তু দিল্লির পক্ষ থেকে কোনো জবাব মেলেনি। পররাষ্ট্র উপদেষ্টা জানান, সাম্প্রতিক রায়ের পর বিষয়টি নতুন পর্যায়ে গেছে এবং ভারতের বিদ্যমান চুক্তিতে প্রত্যর্পণের প্রক্রিয়া আরও সুস্পষ্টভাবে সমর্থন করে।
তিনি আরও বলেন, প্রয়োজনে আরও একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে। অন্যদিকে ঢাকার ভারতীয় দূতাবাস সূত্র জানিয়েছে, সন্ধ্যা পর্যন্ত তারা এমন কোনো চিঠির কপি পায়নি। তবে দিল্লি বিষয়টি আইনি কাঠামোর মধ্যে পর্যালোচনা করছে বলে আগেই জানিয়েছিল ভারতের পররাষ্ট্র দফতর।