চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রেলস্টেশন এলাকার ঐতিহ্যবাহী “আল-জামিয়াতুল মারকাজিয়া দারুল উলুম আল-ইসলামীয়া” মাদরাসার বার্ষিক দাতাসদস্য সংগ্রহ ও আদায় অনুষ্ঠিত হয়েছে। ৪ জানুয়ারী (শনিবার) সকাল সাড়ে ১০টায় মাদরাসা চত্বরে এ দাতাসদস্য সংগ্রহ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় নাচোল পাইলট উচ্চবিদ্যালয়ের অবঃ সহকারী প্রধান শিক্ষক মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাচোল সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম। আরও বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, নাচোল সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, গোমস্তাপুর উপজেলার আলীগনগর ইউপির সাবেক চেয়ারম্যান রেজাউল করিম ও সমাজসেবক আমানুল্লাহ আল মাসুদ। দুপুর সাড়ে ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে দাতাসদস্য সংগ্রহ ও আদায় কার্যক্রম শেষে দাতা এবং অতিথিদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।