নভেম্বরের প্রথম ২২ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ২১৩ কোটি ৪৯ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদিন গড়ে দেশে পৌঁছেছে প্রায় ৯ কোটি ৭০ লাখ ডলার সমপরিমাণ প্রবাসী আয়। রোববার (২৩ নভেম্বর) প্রকাশিত এই তথ্য প্রবাসী আয়ের ধারাবাহিক উত্থানের ইঙ্গিত দিচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪২ কোটি ৪০ লাখ ৭০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ২১ কোটি ৭৮ লাখ ৮০ হাজার ডলার। সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে, যার পরিমাণ ১৪৮ কোটি ৮৯ লাখ ৯০ হাজার ডলার। এছাড়া বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪০ লাখ ৫০ হাজার ডলার।
তারিখভিত্তিক প্রবাহে দেখা যায়, ১৬ থেকে ২২ নভেম্বর সময়ে এসেছে ৬১ কোটি ২২ লাখ ৭০ হাজার ডলার। ৯ থেকে ১৫ নভেম্বর সময়ে এসেছে ৭৬ কোটি ৮৪ লাখ ৮০ হাজার ডলার। ২ থেকে ৮ নভেম্বর সময়ে এসেছে ৭১ কোটি ১০ লাখ ৭০ হাজার ডলার। মাসের প্রথম দিনে এসেছে ৪ কোটি ৩১ লাখ ৮০ হাজার ডলার।
এর আগের মাসগুলোতেও রেমিট্যান্স প্রবাহ ছিল শক্তিশালী। অক্টোবর মাসে এসেছে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার এবং সেপ্টেম্বর মাসে এসেছে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। আগস্টে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাইয়ে আসে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বৈধ পথে অর্থ পাঠাতে প্রবাসীদের আগ্রহ বেড়েছে। হুন্ডি বন্ধে উদ্যোগ, প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের উন্নতির ফলেই রেমিট্যান্সে ইতিবাচক পরিবর্তন এসেছে। কর্মকর্তাদের মতে, বর্তমান প্রবাহ বজায় থাকলে নভেম্বর শেষে তিন বিলিয়ন ডলার ছাড়ানোর সম্ভাবনা রয়েছে।