ফুলবাড়ীতে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

এফএনএস (প্রভাষিকা রীতা গুপ্তা; ফুলবাড়ি, দিনাজপুর) : | প্রকাশ: ২৩ নভেম্বর, ২০২৫, ০৮:২৩ পিএম
ফুলবাড়ীতে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার উত্তর শিবপুর গ্রাামের বীর মুক্তিযোদ্ধা সাবেক সেনা সদস্য রফিকুল ইসলাম (৭৬) বার্ধক্য জনিত কারণে শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নিনিল্লাই----রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে ও দুই ছেলেসহ বহুসংখ্যক আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ রোববার (২৩ নভেম্বর) বাদ জোহর উত্তর শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী, থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মহিব্বুল এর নেতৃত্বে পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করেন। এ সময় বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম আকন্দসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে জানাজার নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে তাঁর পরিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে