নড়াইল-১ আসনের বিএনপি'র মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেছেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের আমলে ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা নির্যাতিত ও বঞ্চিত ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে জনগণ তাদের অধিকার ফিরে পাবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আসন্ন সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিন। শনিবার (২২ নভেম্বর) তিনি কালিয়া উপজেলার পিরোলী ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ করে বিকেল সাড়ে চারটায় পিরোলী বাজারে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওই কথাগুলো বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি'র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফেরদৌস হোসেন বিশ্বাস। কালিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুজ্জামান পাপ্পু ও ছাত্রনেতা সরদার তরিকুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পিরোলীর কৃতিসন্তান আমেরিকার অঙ্গরাজ্য টেক্সাস স্টেট বিএনপি'র সেক্রেটারি মো. জহিরুল ইসলাম জহির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কালিয়া উপজেলা বিএনপি'র সংগ্রামী সাধারণ সম্পাদক স,ম,ওয়াহিদুজ্জামান মিলু, উপজেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি সেখ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইখতিয়ার হোসেন গাজী, সাংগঠনিক সম্পাদক শেখ রহমত হোসেন, বিরল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন প্রমুখ। বিশেষ অতিথির বক্তব্যে শেখ জহিরুল ইসলাম বলেন, "আমিও মনোনয়নের জন্য চেষ্টা চালিয়েছি। গত ৩০ অক্টোবর বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছিলেন ‘দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে কাজ করতে হবে।’ আমি বিএনপি করি। আমি ধানের শীষের পক্ষেই আছি। দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। আমরা সবাই ধানের শীষে ভোট দিব।” পরিশেষে তিনি বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। সকালে খড়রিয়ায় ও দুপুরে জামরিলডাঙ্গা বাজারে অনুরূপ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।