স্বাস্থ্য পরীক্ষায় এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৩ নভেম্বর, ২০২৫, ১১:১৫ পিএম
স্বাস্থ্য পরীক্ষায় এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষা করাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার ২৩ নভেম্বর রাত ৮টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, মেডিকেল বোর্ডের পরামর্শে কিছু প্রয়োজনীয় পরীক্ষার জন্য তাকে ভর্তি করা হয়েছে এবং তিনি হাসপাতালের কেবিনে আছেন।

চিকিৎসক জাহিদ হোসেন বলেন, “ম্যাডামের জন্য গঠিত যে মেডিকেল বোর্ড আছে, তাদের পরামর্শে কিছু পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ম্যাডামকে ভর্তি করা হয়েছে। উনি কেবিনে আছেন। স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনগুলো পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

সাম্প্রতিক সময়ে স্বাস্থ্য পরীক্ষার জন্য এটি তার দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি হওয়া। এর আগে ১৫ অক্টোবর তিনি একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং একদিন থেকে প্রয়োজনীয় পরীক্ষা করান। দীর্ঘদিন ধরে ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসের জটিলতা ছাড়াও চোখের নানা সমস্যায় ভুগছেন। তার শারীরিক অবস্থার কারণে চিকিৎসা বোর্ড নিয়মিত পর্যবেক্ষণ করছে।

চিকিৎসকদের মতে, বয়সজনিত জটিলতার কারণে নিয়মিত পরীক্ষা ও পর্যবেক্ষণ তার জন্য অত্যন্ত জরুরি। মেডিকেল বোর্ড আগামী পরীক্ষার প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী ধাপ সম্পর্কে সিদ্ধান্ত নেবে।

আপনার জেলার সংবাদ পড়তে