চোর না আমরা ডাকাত
কালিয়াকৈরে অস্ত্রের মুখে স্বর্ণালংকার ও টাকা লুট, আহত ১
আব্দুল আলিম অভি; কালিয়াকৈর, গাজীপুর
| প্রকাশ: ২৩ নভেম্বর, ২০২৫, ১১:১৬ পিএম
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খোকা হাজীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার ভোর রাতে সংঘবদ্ধ ডাকাত দল বাড়ির গেইট ভেঙ্গে ঘরে ঢুকে।এসময় বাড়ির মালিক তার ঘরের ভিতর একজনকে দেখতে পেয়ে চোর চোর বলে চিৎকার করলে ডাকাতরা বলে "চোর না আমরা ডাকাত" ১৫/২০ জন ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ির সকল সদস্যের হাত-পা ও মুখ বেঁধে ঘন্টা ব্যাপী তান্ডব চালায়। এ সময় ডাকাতরা ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৭৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
ডাকাতির কথা শুনে খোকনের চাচাত ভাই সাদ্দাম (৩৪) এগিয়ে আসলে ডাকাতরা তাকে ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকাবাসীর মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে বলে জানান কালিয়াকৈর থানা পুলিশের ওসি অপারেশন যোবায়ের আহমেদ।