বাংলাদেশে দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছেড়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। সোমবার সকাল সাড়ে ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ভুটানের উদ্দেশে রওনা দেন। বিদায়ের মুহূর্তে তাকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বিদায় জানান, সঙ্গে ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
২২ নভেম্বর ঢাকায় পৌঁছে শেরিং তোবগে লাল গালিচা সংবর্ধনা, গার্ড অব অনার ও তোপধ্বনির মধ্য দিয়ে অভ্যর্থনা পান। সফরের প্রথম দিন তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, গাছের একটি চারা রোপণ করেন এবং স্মৃতিসৌধের দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।
বাংলাদেশে অবস্থানকালে ভুটানের প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত বৈঠক ও দ্বিপক্ষীয় আলোচনা করেন। এছাড়া রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ ছাড়াও দেশের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তার কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়।
সফরের অন্যতম সাফল্য হিসেবে স্বাস্থ্যসেবা এবং আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ সংযোগ নিয়ে দুটি সমঝোতা স্মারক সই হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলো জানিয়েছে, এই চুক্তিগুলো ভবিষ্যতে দুই দেশের সহযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিমানবন্দরে বিদায়ের আগে শেরিং তোবগেকে রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী স্ট্যাটিক গার্ড অব অনার দেওয়া হয়।