ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জনের হাইকোর্টে জামিন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৫, ১১:৪৫ এএম
ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জনের হাইকোর্টে জামিন

রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে হওয়া মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। সোমবার সকাল থেকে শুনানি শেষে হাইকোর্টের একটি বেঞ্চ তাঁর ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে। আইনজীবীরা জানিয়েছেন, এই আদেশে তাঁর কারামুক্তিতে আর কোনো বাধা নেই।

ঘটনার শুরু গত ২৮ আগস্ট। ওই দিন সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১’ নামের একটি প্ল্যাটফর্ম গোলটেবিল বৈঠকের আয়োজন করে। স্বাধীনতা ও সংবিধান বিষয়ক এই আলোচনায় অংশ নিতে যান লতিফ সিদ্দিকী, অধ্যাপক হাফিজুর রহমান, সাংবাদিক মঞ্জুরুল আলমসহ আরও অনেকে। কিন্তু আলোচনা শুরু হওয়ার কিছুক্ষণ পরই একদল বিক্ষোভকারী মিলনায়তনে ঢুকে স্লোগান দিতে থাকে। তারা বৈঠকের ব্যানার ছিঁড়ে উপস্থিতদের অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ এসে অন্তত ১৬ জনকে হেফাজতে নেয়।

সেদিন রাতেই শাহবাগ থানার উপপরিদর্শক আমিরুল ইসলাম সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। অভিযোগে বলা হয়, বৈঠকের মঞ্চ থেকে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে উসকানিমূলক বক্তব্য দেওয়া হয়েছিল এবং সরকার উৎখাতের ষড়যন্ত্রের চেষ্টা হয়েছিল। পুলিশ জানায়, ‘মঞ্চ ৭১’ আগস্টের শুরুতে আত্মপ্রকাশ করেছিল এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি প্রতিরোধের নামে ভিন্ন উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা চলছিল।

এই মামলায় লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলমের জামিন আগেই বহাল রাখে আপিল বিভাগ। একই ধারাবাহিকতায় সোমবার অধ্যাপক হাফিজুর রহমানের জামিন আবেদনের শুনানি নেয় হাইকোর্ট। তাঁর পক্ষে আইনজীবী শেখ আলী আহমেদ খোকন যুক্তি দেন, মামলার এজাহারে সন্ত্রাসবিরোধী আইনের যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলোর উপাদান নেই। তিনি বলেন, “হাফিজুর রহমান ওই আয়োজনের পরিচালক ছিলেন না, কোনো উসকানিমূলক কার্যক্রমের সঙ্গেও তাঁর সম্পৃক্ততা পাওয়া যায়নি।” রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী জামিনের বিরোধিতা করেন।

শুনানি শেষে হাইকোর্ট ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেয় এবং রুল জারি করে। আইনজীবীরা জানিয়েছেন, আদেশের ফলে অধ্যাপক কার্জনের মুক্তিতে এখন আর কোনো আইনি জটিলতা নেই।

আপনার জেলার সংবাদ পড়তে