পোস্টাল ভোটে বাড়ছে আগ্রহ, নিবন্ধন ছাড়াল ২০ হাজার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৫, ১১:৫৩ এএম
পোস্টাল ভোটে বাড়ছে আগ্রহ, নিবন্ধন ছাড়াল ২০ হাজার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশ থেকে ভোট দিতে প্রবাসীদের সাড়া বাড়ছে। নির্বাচন কমিশনের ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে সোমবার সকালে নিবন্ধনের সংখ্যা ছাড়িয়েছে ২০ হাজার ৫০০ এর বেশি। নির্ধারিত সময়ের মধ্যে প্রবাসীদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠাবে ইসি।

প্রবাসীদের নিবন্ধন কয়েক ধাপে চলছে। প্রথম ধাপ শুরু হয় ১৯ নভেম্বর, যেখানে পূর্ব এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার বাংলাদেশিরা নিবন্ধন করছেন। দ্বিতীয় ধাপে ২৪ নভেম্বরের শুরুর পর থেকে উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বসবাসরত প্রবাসীদের নিবন্ধন শুরু হয়েছে। দুই ধাপ মিলিয়ে এখন পর্যন্ত ৩৮টি দেশ থেকে নিবন্ধন সম্পন্ন করেছেন ২০ হাজার ৫৭৭ জন প্রবাসী। এর মধ্যে ২০ হাজার ৪৭০ জনের আবেদন অনুমোদন করা হয়েছে।

দেশভেদে দক্ষিণ কোরিয়ার প্রবাসীদের অংশগ্রহণ সবচেয়ে বেশি। জাপান, দক্ষিণ আফ্রিকা ও চীন থেকেও উল্লেখযোগ্য সংখ্যায় আবেদন জমা পড়েছে। জেলা ভিত্তিক হিসাবে ঢাকার প্রবাসীরা বেশি নিবন্ধন করেছেন, আর আসনভিত্তিক হিসাবে চাঁপাইনবাবগঞ্জ ৩ এগিয়ে আছে।

ইসি জানিয়েছে, সৌদি আরবে নিবন্ধন শুরু হবে ৪ ডিসেম্বর থেকে। দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবাসীরা ৯ ডিসেম্বর থেকে এবং মধ্যপ্রাচ্যে সৌদি আরব ছাড়া অন্যান্য দেশের প্রবাসীরা ১৪ ডিসেম্বর থেকে নিবন্ধন করতে পারবেন। বাংলাদেশে অবস্থানরত সরকারি চাকরিজীবী, কয়েদি, দায়িত্বে নিয়োজিত কর্মীসহ বিশেষ শ্রেণির ভোটাররা ১৯ ডিসেম্বর থেকে নিবন্ধন করবেন।

আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন প্রকল্পের টিম লিডার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান বলেন, প্রবাসীরা যেই দেশে অবস্থান করছেন সেই দেশের মোবাইল নম্বর ব্যবহার করেই নিবন্ধন করতে পারছেন। তিনি জানান, নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে যাতে কেউ বঞ্চিত না হন। তিনি বলেন, “প্রবাসীরা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেই ব্যবস্থা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

নিবন্ধনের পর ভোটারদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পাঠাবে নির্বাচন কমিশন। খাম পাওয়ার পর অ্যাপে লগইন করে খামের উপর থাকা কিউআর কোড স্ক্যান করতে হবে। এতে ব্যালটটি সিস্টেমে যাচাই হবে। এরপর নিয়ম মেনে ভোট দিয়ে ফের ইসির পাঠানো খামে ভরে ডাকযোগে পাঠাতে হবে। ডাকশুল্ক সরকার বহন করবে।

ইসি ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। প্রবাসী ভোটারদের জন্য এ বছর বিশেষ লক্ষ্য নির্ধারণ করেছে সংস্থাটি। তাদের হিসাব অনুযায়ী বিশ্বজুড়ে অন্তত ৫০ লাখ প্রবাসী ভোট দিতে পারবেন। পোস্টাল অ্যাপ চালুর পর প্রথম সপ্তাহেই যে সাড়া পাওয়া যাচ্ছে, সেটিকে ইতিবাচক বলে মনে করছে নির্বাচন কমিশন।

আপনার জেলার সংবাদ পড়তে