অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে: ই-পারিবারিক আদালত উদ্বোধনে রিজওয়ানা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৫, ১২:০৯ পিএম
অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে: ই-পারিবারিক আদালত উদ্বোধনে রিজওয়ানা

ঢাকায় ই-পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে সোমবার (২৪ নভেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অন্তর্বর্তী সরকার আর দুই-আড়াই মাস সময় পাবে, এই সময়ে একটি ভালো দৃষ্টান্ত রেখে যাওয়ার চেষ্টা করা হবে। তিনি বলেন, “আজকের এই উদ্যোগ টিকিয়ে রাখতে পারলে, সেটা বিপ্লব হবে।”

তিনি জানান, ই-পারিবারিক আদালতের মাধ্যমে কাগজবিহীন বিচারব্যবস্থার দিকে ধাপ এগিয়েছে সরকার। এই ব্যবস্থা নারী ও শিশুরা যারা পারিবারিক সহিংসতা বা নির্যাতনের শিকার, তাদের জন্য নতুন সম্ভাবনা এবং সহজ প্রক্রিয়া তৈরি করবে। রিজওয়ানা বলেন, “অনেক আবেদন ব্যবস্থা অনলাইন থাকলেও, তা পুরোপুরি অনলাইনে করা যায় না। ই-পারিবারিক আদালতের মাধ্যমে নাগরিকরা ঘরে বসেই তাদের অভিযোগ দাখিল করতে পারবে।”

উপদেষ্টা আরও বলেন, প্রযুক্তির ব্যবহার দিয়ে বিচার প্রক্রিয়াকে দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ করা সম্ভব। তিনি সকল সংশ্লিষ্টকে অনুরোধ করেন, আদালতের সার্ভার যেন ডাউন না হয়, সেই দিকে নজর দিতে। তিনি বলেন, “যেকোনো সিদ্ধান্ত নিলে পদে পদে বাধার সৃষ্টি হয়। এই প্রযুক্তি ব্যবহার করে আমরা সেই বাধা কমাতে চাই। এটি নাগরিক সেবা আরও কার্যকর করবে।”

ই-পারিবারিক আদালত উদ্বোধনের মাধ্যমে সরকার নারী ও শিশুর প্রতি সহিংসতা কমিয়ে দিচ্ছে, অভিযোগ প্রক্রিয়া সহজ করছে এবং বিচার ব্যবস্থাকে আধুনিকায়ন করছে। এই উদ্যোগ দেশের জন্য একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা প্রকাশ করেছেন উপদেষ্টা।

আপনার জেলার সংবাদ পড়তে