বিজিবি কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে

রামপুরা হত্যাকাণ্ডে অভিযোগ গঠনের শুনানি ৪ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৫, ০২:১০ পিএম
রামপুরা হত্যাকাণ্ডে অভিযোগ গঠনের শুনানি ৪ ডিসেম্বর

জুলাই-অগাস্টে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যা সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধ মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সোমবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর দুই সদস্যের বিচারিক প্যানেল এই দিন ধার্য করেন।

সোমবার সকালে রেদোয়ানুল ও সাবেক মেজর মো. রাফাত বিন আলমকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পলাতক দুই আসামির পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ করা হয়েছে। প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম ও তাঁর সহকর্মীরা রাষ্ট্রপক্ষ থেকে শুনানিতে উপস্থিত ছিলেন।

রামপুরা ও বনশ্রী এলাকায় ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত এই হত্যাকাণ্ডে রেদোয়ানুল ও রাফাত বর্তমানে সেনা হেফাজতে রয়েছেন। অন্য দুজন পলাতক আছেন। ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, রেদোয়ানুলসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন হবে এবং পরবর্তী কার্যক্রমের জন্য আদালত নির্ধারণ করবে।

এছাড়া ট্রাইব্যুনাল-২ জুলাইয়ে শহিদ আবু সাঈদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসিসহ ৩০ জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২৭ নভেম্বর ধার্য করেছেন। চানখারপুলে শিক্ষার্থী শাহারিয়ার খান আনাসসহ ছয়জনকে হত্যার ঘটনায় আসামিপক্ষের আইনজীবীরা তদন্ত কর্মকর্তাকে জেরা করছেন।

আপনার জেলার সংবাদ পড়তে