সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোববার, হঠাৎ পরিদর্শনে গিয়ে বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ আফরোজা আক্তার। তাঁর উপস্থিতিতে বিদ্যালয়জুড়ে তৈরি হয় ভিন্ন এক পরিবেশ।
পরিদর্শনে জেলা প্রশাসক সরাসরি শ্রেণিকক্ষে প্রবেশ করে পাঠদানের মান, শিক্ষার্থীদের অংশগ্রহণ ও উপস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। কথা বলেন ছোট ছোট শিক্ষার্থীদের সঙ্গে। পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি শৃঙ্খলা ও নিয়মিত বিদ্যালয়ে আসার পরামর্শও দেন তিনি।
বিদ্যালয়ের অবকাঠামো, শ্রেণিকক্ষের অবস্থা, টয়লেট ব্যবস্থাপনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা-সবই খুঁটিয়ে দেখেন জেলা প্রশাসক আফরোজা আক্তার। বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন তিনি। পরিদর্শনে তাঁর কঠোর কিন্তু আন্তরিক মনোভাব শিক্ষক-অভিভাবক সকলের মধ্যেই ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করে।
পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। এলাকাবাসীর মতে, জেলা প্রশাসকের এ ধরনের আকস্মিক নজরদারি বিদ্যালয়ের কার্যক্রমে শৃঙ্খলা ও জবাবদিহিতা আরও বাড়াবে।