কয়রায় ক্ষতিগ্রস্ত মানুষের সামাজিক সুরক্ষা বিষয়ে মিডিয়া এ্যাডভোকেসি

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৫, ০২:১৭ পিএম
কয়রায় ক্ষতিগ্রস্ত মানুষের সামাজিক সুরক্ষা বিষয়ে মিডিয়া এ্যাডভোকেসি

কয়রায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে অভ্যন্তরীণ অভিবাসন,স্থানচ্যুতি জনগোষ্ঠীকে সামাজিক সুরক্ষায় অন্তভুক্তি করার উপর মিডিয়া এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে  কারিতাসের ডিআরআর ও সিসিএ প্রকল্পের সহযোগিতায় এই এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে  মুল বিষয়ের উপর প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ইন্সটিটিউটের সহকারি অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে ও প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ ইব্রাহিম হোসেনের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ,  উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা  শেখ সাইফুল্লাহ, সাংবাদিক মোস্তফা শফিকুল ইসলাম, শেখ হারুন অর রশিদ, মোঃ রিয়াছাদ আলী, শেখ মনিরুজ্জামান মনু, ইমতিয়াজ উদ্দিন   মাষ্টার আঃ রউফ, মোঃ কামাল হোসেন, তরিকুল ইসলাম, শহিদুল্যাহ শাহিন,আব্দুল খালেক, মোঃ ফরহাদ হোসেন, ইউপি সদস্য আবু হাসান, কারিতাসের মাঠ কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, এনজিও প্রতিনিধি মোঃ আঃ ছালাম, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য আঃ মান্নান, ফালগুনী রানী মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সহ জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত সদস্যরা উপস্থিত ছিলেন। 

আপনার জেলার সংবাদ পড়তে