মোরেলগঞ্জে ১৭শ’ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

এফএনএস (শেফালী আক্তার রাখি; মোরেলগঞ্জ, বাগেরহাট) | প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৫, ০৪:২৯ পিএম
মোরেলগঞ্জে ১৭শ’ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

বাগেরহাটের মোরেলগঞ্জে ২০২৫-২০২৬ অর্থ বছরে কৃষি পূর্নবাসন সহায়তা খাত এর আওতায় রবি/কৃষি মৌসুমে উফশী ও হাইব্রীড ফসলে উৎপাদন বৃদ্ধির জন্য ১৭শ’ কৃষকের মাঝে কৃষি প্রনোদনা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ।  

সোমবার বেলা ১২টায় উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে এ প্রণোদনার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সাইফুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উদ্ভিদ সংরক্ষন অফিসার ডল্টন রায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মশিউর রহমান, শহিদুল ইসলাম, সালমা আক্তারসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

উপজেলার ১৬ টি ইউনিয়ন ও পৌরসভার ১৭শ’ কৃষকের মাঝে ২ কেজি করে হাইব্রীড ধানের বীজ। এছাড়াও ২শ’ কৃষকের মাঝে ৫ কেজি করে উফশী বীজ, ১০ কেজি ডিওপি ও এমওপি ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।

উদ্ধোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ বলেন, মোরেলগঞ্জ উপজেলায় মৎস্য উৎপাদনের পাশাপাশি কৃষিতেও ব্যাপক সাফল্য অর্জন করেছেন কৃষক।  রবি মৌসুমে ১৭শ”কৃষকদের মাঝে ২ কেজি করে বীজ প্রণোদনা বিতরণ করা হচ্ছে। আশা করি এটি সঠিকভাবে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিতে বিশেষ ভুমিকা রাখবেন কৃষক।

আপনার জেলার সংবাদ পড়তে