গজারিয়া আগ্নেয়াস্ত্রসহ ডাকাত আটক

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৫, ০৪:৫০ পিএম
গজারিয়া আগ্নেয়াস্ত্রসহ ডাকাত আটক

মুন্সীগঞ্জের গজারিয়ায় আগ্নেয়াস্ত্রসহ এক ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গুয়াগাছিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত মো. রবিন বেপারী (২২) চাঁদপুরের মতলব উত্তর থানার বেলতলী গ্রামের শহীদুল্লাহ ব্যাপারীর ছেলে।

এলাকাবাসী জানান, সকাল সাড়ে ১০টার দিকে মেঘনা নদীতে চলাচলরত নৌযানে ডাকাতির চেষ্টা করে একদল ডাকাত। সে সময় পুলিশের ধাওয়ায় ট্রলার নিয়ে গুয়াগাছিয়া গ্রামের নদীতে ঢ়ুকে পড়ে ডাকাতরা। পরে গ্রামের লোকজন ডাকাত দলকে জিজ্ঞাসা করতে গেলে তারা এলাকাবাসীকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে।

সে সময় এলাকার লোকজন একত্রিত হয়ে তাদের ধাওয়া দিলে অস্ত্র ও ট্রলারসহ একজনকে ধরতে সক্ষম হয়। ট্রলারে থাকা বাকি পাঁচ ডাকাত পালিয়ে যায়। পরে পুলিশ এসে তাকে থানা হেফাজতে নিয়ে যায়। 

গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনারুল আলম  আজাদ বলেন এলাকাবাসী নৌ ডাকাত আটক করে পুলিশে দেয় তার কাছ থেকে ওয়ান শুটার অস্ত্রগুলি রামদা ও পাওয়া যায় এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে