যশোরের অভয়নগর উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৪ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী নাজমুল হুদা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব, কৃষি কর্মকর্তা কৃষিবিদ লাভলী খাতুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা লিপটন সরকার, ইউপি চেয়ারম্যান জুহুরল ইসলাম, শেখ তৈয়েবুর রহমান, সদস্য জাহিদ মাসুদ তাজ, গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের অভয়নগর উপজেলা সমন্বয়কারী সোনিয়া দে প্রমুখ।