কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় দাকোপে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার বেলা ১১ টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস, এম ফেরদৌস, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহিদুল্লাহ, দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীম হোসেন, সহ-সভাপতি স্বপন রায়, আজগর হোসেন ছাব্বির প্রমুখ।