নওগাঁর ধামইরহাটে ইসলামী ফাউন্ডেশনের উদ্দোগে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় শিশুদেরকে কোরআনের ছবক প্রদান করা হয়েছে। ২৪ নভেম্বর সকাল ৮টায় ধামইরহাট পৌরসভার মঙ্গলকোটা জামে মসজিদে ৩৫ জন শিক্ষার্থীর মধ্যে ১০ জন শিক্ষার্থীকে কোরআনের ছবক প্রদান ইসলামী আলোচক ও বিশিষ্ট ইসলামী বক্তা আব্দুল কাহার সিদ্দিক মনিপুরি। সহজ কোরআন শিক্ষা প্রকল্পের প্রাথমিক কায়দা পাঠ শেষে কোরআন শিক্ষার সূচনা ছবক গ্রহন করে ১০ জন শিক্ষার্থী।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আবু জাফর, মডেল কেয়ারটেকার রবিউল ইসলাম, সাধারণ কেয়ারটেকার রওশন হাবিব। ফিল্ড সুপারভাইজার আবু জাফর শিশুদের উদ্দেশ্যে নৈতিকতা বিষয়ে শিক্ষনিয় বক্তব্য প্রদান করেন। এছাড়াও চকময়রাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানি বিভিন্ন শিক্ষনীয় বক্তব্য প্রদান করেন। ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক আবু সফিয়ান শিশুদের শিক্ষা প্রদান করেন। আরও উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর আমজাদ হোসেন, সাংবাদিক হারুন আল রশিদ, ইমাম বেলাল হোসেন, গ্রামের গন্যমান্য হেলাল হোসেন, দেলোয়ার হোসেন, রিয়াজ উদ্দিন, আশরাফুল ইসলাম প্রমূখ।