অভয়নগরে বিএনপি'র গণসমাবেশ ও মিছিল

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর) :
| আপডেট: ২৪ নভেম্বর, ২০২৫, ০৭:০৮ পিএম | প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৫, ০৭:০৮ পিএম
অভয়নগরে বিএনপি'র গণসমাবেশ ও মিছিল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৮৮ যশোর-৪ আসনের (অভয়নগর-বাঘারপাড়া ও বসুন্দিয়া) মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে অভয়নগরে গণসমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। অভয়নগর থানা ও নওয়াপাড়া পৌর বিএনপির আয়োজনে সোমবার (২৪ নভেম্বর) বিকালে নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। নওয়াপাড়া পৌর বিএনপি'র সভাপতি আবু নঈম মোড়লের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ৮৮ যশোর-৪ সংসদীয় আসনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী শ্রমিক দল কেন্দীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নওয়াপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, থানা বিএনপি সিনিয়র সহ-সভাপতি মজিদ বিশ্বাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. শহিদুল ইসলাম, নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র ও শ্রমিক দল নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখার সভাপতি রবিউল হোসেন। গণসমাবেশ সঞ্চালনা করেন, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন।

সমাবেশে বক্তারা বলেন, শ্রমিক দল কেন্দীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান একজন জনপ্রিয়, সৎ ও ত্যাগী রাজনীতিবিদ। দীর্ঘদিন ধরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সুখ-দুঃখে পাশে থেকে স্বৈরাচার বিরোধি আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন তিনি। যে কারণে তাকে বার বার কারাবরন ও মারপিটের শিকার হতে হয়েছে। তার নেতৃত্বে ৮৮ যশোর-৪ আসনে বিএনপির সংগঠন তৃণমূল পর্যন্ত শক্তিশালী হয়েছে। ত্যাগী ও পরীক্ষিত এই নেতাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচেন ৮৮ যশোর-৪ আসনে বিএনপি কর্তৃক মনোনয়ন না দিলে জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটবে না। তাই বিএনপির কেন্দ্রীয় নেতৃবেৃন্দের প্রতি আহবান এই আসনের মনোনয়ন পুনর্বিবেচনা করে ফারাজী মতিয়ার রহমানকে মনোনয়ন দিলে ধানের শীষ বিপুল ভোটে জয়লাভ করবে। সমাবেশ শেষে যশোর খুলনা মহাসড়কের নওয়াপাড়া বাজারে বিশাল এক গনমিছিল অনুষ্ঠিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে