ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলে সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার খবর পাওয়া মাত্রই চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, বিজয় একাত্তর হলে যমুনা ভবনের পেছনের এক্সটেনশনে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুনের খবর আসে। তৎক্ষণাৎ তাদের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করেন।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা হয়নি। তবে ফায়ার সার্ভিসের সক্রিয় প্রচেষ্টায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন।