পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করলেন ৩০ হাজারের বেশি প্রবাসী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৫, ১১:৪৩ এএম
পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করলেন ৩০ হাজারের বেশি প্রবাসী

বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আগ্রহ বাড়ছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ চালুর পর থেকে এখন পর্যন্ত ৩০ হাজারের বেশি প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১১টার দিকে ইসির ওয়েবসাইটে প্রকাশিত আপডেটে দেখা যায়, বিভিন্ন দেশ থেকে মোট ৩০ হাজার ১৪৩ জন প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। তাঁদের মধ্যে পুরুষ ২৬ হাজার ৩৭৯ জন এবং নারী তিন হাজার ৭৫৪ জন। অনুমোদনের অপেক্ষায় আছেন ১৬২ জন, আর নিবন্ধন অনুমোদিত হয়েছে ২৯ হাজার ৯৮১ জনের।

এর আগে ১৮ নভেম্বর অ্যাপটির উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। উদ্বোধনের দিনই ইসি ১৪৮টি নির্দিষ্ট দেশে পোস্টাল ভোটিংয়ের সময়সূচি প্রকাশ করে। সেই সময়সূচি অনুযায়ী ১৯ থেকে ২৩ নভেম্বর পূর্ব এশিয়া, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার বাংলাদেশিরা নিবন্ধন করেছেন। ২৪ থেকে ২৮ নভেম্বর উত্তর আমেরিকা এবং ওশেনিয়ার দেশগুলোতে বসবাসরত বাংলাদেশিরা নিবন্ধনের সুযোগ পাচ্ছেন।

ইসির আরও তথ্য জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, মিশর, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে ৩০ হাজার ২৭৯ জন প্রবাসী নিবন্ধন করেছেন। ধাপে ধাপে পরবর্তী সময়সীমায় সৌদি আরবের বাংলাদেশিরা ৪ থেকে ৮ ডিসেম্বর, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবাসীরা ৯ থেকে ১৩ ডিসেম্বর এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের ভোটাররা ১৪ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।

পোস্টাল ব্যালট প্রক্রিয়া সম্পর্কে ইসি জানিয়েছে, নিবন্ধনকারীদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠানো হবে। ভোট প্রদানের পর ফিরতি খামে ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাতে হবে।

ইসির কর্মকর্তারা জানান, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। প্রবাসী ভোটারদের অংশগ্রহণ বাড়াতে প্রায় ৫০ লাখ ভোটার টার্গেট নির্ধারণ করেছে সংস্থাটি।

আপনার জেলার সংবাদ পড়তে