বাউল আবুল সরকারের মুক্তি নয়, কঠোর শাস্তির দাবি রাশেদ খাঁনের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৫, ০১:৩৩ পিএম
বাউল আবুল সরকারের মুক্তি নয়, কঠোর শাস্তির দাবি রাশেদ খাঁনের

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতার হওয়া বাউল আবুল সরকারের বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, আবুল সরকারের মুক্তি চাওয়ার আগে তার বক্তব্য শুনতে হবে, কারণ এই বক্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের শামিল। মঙ্গলবার (২৫ নভেম্বর)  ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে রাশেদ খাঁন লেখেন, বাউল আবুল সরকারের বক্তব্য তিনি শুনেছেন এবং তা সমাজে বিশৃঙ্খলা ছড়ানোর উদ্দেশ্যে দেওয়া হয়েছে বলে মনে করছেন। তার মতে, একজন শিল্পী হিসেবে শিল্পচর্চা করার স্বাধীনতা থাকলেও ধর্মীয় মূল্যবোধ নিয়ে কটুক্তি করার অধিকার কারও নেই। তিনি বলেন, আবুল সরকারের বক্তব্য শুধু মুসলমানদের নয়, বরং দেশীয় সাম্প্রদায়িক শান্তির ওপরও আঘাত করেছে।

রাশেদ খাঁন আরও উল্লেখ করেন, হিন্দু ধর্ম বা হিন্দুধর্মাবলম্বীদের বিরুদ্ধেও কটূ মন্তব্য করার সুযোগ কোনো নাগরিকের নেই। দেশে সবাই ধর্ম পালনে স্বাধীন হলেও কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অধিকার নেই। তাঁর ভাষায়, “যারা আবুল সরকারের মুক্তি চাইছে, তারা আগে তার বক্তব্য শুনে দেখুক।”

ফেসবুক পোস্টে তিনি জানান, দেশের প্রচলিত আইনে আবুল সরকারের যথোপযুক্ত শাস্তি নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে কেউ ধর্ম নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিতে সাহস পাবে না। তিনি বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা জরুরি, তাই ধর্ম নিয়ে বিতর্ক বা বিভাজন সৃষ্টি করার সুযোগ দেওয়া উচিত নয়।