দাকোপে কৃষক মাঠ দিবস পালন

এফএনএস (কে, এম, আজগর হোসেন ছাব্বির: দাকোপ, খুলনা) : | প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৫, ০৪:১১ পিএম
দাকোপে কৃষক মাঠ দিবস পালন

বেসরকারী গভেষনাধর্মী বীজ প্রতিষ্ঠান লাল তীর সীড লিমিটিডেরে উদ্যোগে দাকোপে কৃষক মাঠ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা সদরের বারইখালী এলাকায় অনুষ্ঠিত মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার এস এম ফেরদাউস। উপজেলা উপসহকারী কৃষি অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন লাল তীর সীডের খুলনা বিভাগীয় প্রধান ব্যবস্থাপক মোঃ জুন্নুন রহমান ও দাকোপ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম রেজা। আলোচনা করেন উপসহকারী কৃষি অফিসার রীনা আকতার, প্রতিষ্ঠানের রিজিওনাল ম্যানেজার ফখরউদ্দিন আহমেদ সুমন, পিডিএস অফিসার আতিকুর রহমান, কৃষক দীনবন্ধু মন্ডল, নজরুল ইসলাম ও কৃপা সিন্দু রায়। মাঠ দিবসে লাল তীরের আবিস্কার লবন সহিষ্ণু আমন হাইব্রীড গোল্ডেন ১২৫ ও গোল্ডেন ১ চাষে সফলতার কথা তুলে ধরে কৃষক দীনবন্ধু মন্ডল বলেন, আমি এ বছর চাষ করে শতকে ১ মন হারে পাওয়া এই ধান রোপনের ১২০ দিনের মধ্যে ফসল ঘরে তুলেছি। তাছাড়া নতুন এই জাতে অপেক্ষাকৃত কম সার ঔষুধ এবং পরিচর্জায় ভাল ফলন হয়েছে। আলোচনা শেষে অতিথিরা ফসলের মাঠ ঘুরে দেখেন।

 

আপনার জেলার সংবাদ পড়তে