আত্রাইয়ে ছিনতাইয়ের ঘটনায় যুবক গ্রেফতার

এফএনএস (মোঃ ওহেদুল ইসলাম মিলন; রাণীনগর, নওগাঁ) : | প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৫, ০৪:১২ পিএম
আত্রাইয়ে ছিনতাইয়ের ঘটনায় যুবক গ্রেফতার

গ্রামীণ ফোন কোম্পানীর বিক্রয় কর্মীকে প্রকাশ্য দিবালোকে ডিবি পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে ছিনতাইয়ের ঘটনায় নওগাঁর আত্রাই থানাপুলিশ অভিযান চালিয়ে সবুজ হোসেন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে। সোমবার রাতে বগুড়া থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার যুবক নওগাঁ সদর উপজেলার শরিষপুর গ্রামের সাহাদত হোসেনের ছেলে।

গ্রামীণ ফোন কোম্পানীর আত্রাই উপজেলা ম্যানেজার সাহাদুল ইসলাম বাবু জানান,গত ৫অক্টোবর দুপুর দেড়টা নাগাদ কোম্পানীর বিক্রয় কর্মী তারেক মাঝি (২২) ও মিনহাজুল ইসলাম (২৪) গ্রামীণ ফোনের কার্ড-সিম বিক্রয় শেষে মোটরসাইকেল যোগে আত্রাই সদরে ফিরছিল। এসময় পথি মধ্যে রসুলপুর মাদ্রাসা এলাকায় পৌছালে একটি মাইক্রোভাসে ৭/৮জন তাদের গতি রোধ করে নিজেদেরকে ডিবি পরিচয় দেয়। এসময় বিক্রয় কর্মীদের কাছে মাদক রয়েছে এমন দাবি করে দুই জনকেই হ্যান্ডকাপ পরিয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যায়। এর পর বিকেল চারটা নাগাদ বগুড়ার শেরপুর এলাকায় নিয়ে গিয়ে তাদের কাছে থাকা নগদ টাকা এবং কার্ড-সিম ছিনিয়ে নিয়ে মাইক্রো থেকে নেমে দেয়। কোম্পানীর ম্যানেজার সাহাদুল ইসলাম বাবু দাবি করে বলেন,বিক্রয় কর্মীদের নিটক থেকে নগদ এক লক্ষ ৩৪হাজার ৫০০টাকাসহ প্রায় চার লক্ষ টাকার মালামাল ছিনতাই করে নেয়। এঘটনায় রাতেই আত্রাই থানায় একটি মামলা দায়ের করেন। 

আত্রাই থানার ইন্সপেক্টর (তদন্ত) কাওছার আলম বলেন,তদন্ত সাপেক্ষে ছিনতাইয়ের ঘটনার সাথে জরিত থাকার অভিযোগে বগুড়া থানাপুলিশের সহায়তায় সোমবার রাতে সবুজকে গ্রেফতার করা হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে