মেলান্দহে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের চেষ্টা, আটক যুবক

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) : | প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৫, ০৪:১৪ পিএম
মেলান্দহে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের চেষ্টা, আটক যুবক

জামালপুরের মেলান্দহে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের চেষ্টায় আটক নূরুল ইসলামের (৩২) বিরুদ্ধে মামলা হয়েছে। ভিকটিমের ভাই লিটন মিয়া বাদি হয়ে মামলাটি দায়ের করেন। আটককৃত নূরুল ইসলাম পাশের ইসলাপুর উপজেলার ডিগ্রিরচর গ্রামের আজমত আলীর ছেলে। সে পেশায় একজন অটোচালক। নুরুল ইসলামের প্রতিবেশিরা জানিয়েছেন,তার বিরুদ্ধে নারী কেলেংকারির ঘটনা নতুন নয়। ঘটনাটি ঘটেছে ২৫ নভেম্বর ভোরে জামালপুর-দেওয়ানগঞ্জ বিশ্বরোডস্থ্য মেলান্দহ উপজেলার ডেফলা এলাকার কাঙ্গালকুর্শা গ্রামে। 

কাঙ্গালকুর্শা গ্রামের ওমর আলী মেম্বার জানিয়েছেন, ঘটনার সময় কাঙ্গালকুর্শা গ্রামের ওই মানষিক প্রতিবন্ধী (৩৫) ডেফলা-কাঙ্গালকুর্শা মধ্যবর্তী একটি দোকানের সামনে অবস্থান করছিল। এ সময় আটককৃত নূরুল ইসলামসহ আরেকজন ওই প্রতিবন্ধীকে টানাহেচড়া করে গাড়িতে তোলে পাশের কবরস্থানে নিয়ে ধর্ষনের চেষ্টা করে। এ সময় প্রতিবন্ধীর আর্ত চিৎকারে পথচারি ও স্থানীয়রা এগিয়ে এসে নূরুল ইসলামকে হাতেনাতে ধরে ফেলে। এ সময় তার সাথে থাকা আরেকজনের হাতে চাকু থাকায় ভীতি প্রদর্শন করে চলে যায়। 

বিক্ষুব্দ এলাকাবাসি আটক নূরুল ইসলামের গলায় জুতার মালা পরিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। মেলান্দহ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

আপনার জেলার সংবাদ পড়তে