সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নাটোরের লালপুর উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, বিএনপি মনোনীত প্রার্থী নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের দিক নির্দেশনায়
মঙ্গলবার (২৫ নভেম্বর) বাদ আসর নাটোরের লালপুর উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন মসজিদে মসজিদে বাদ আছর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপি'র সাবেক আহবায়ক ও গোপালপুর পৌর সভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, বিএনপি যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টুর নেতৃত্বে উপজেলার দক্ষিণ লালপুর জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদে উপস্থিত ছিলেন, লালপুর ইউনিয়ন বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ঈশ্বরদী ইউনিয়ন বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু, উপজেলা যুব দলের আহ্বায়ক আব্দুস সালাম, উপজেলা বিএনপি নেতা ইকবাল হোসেন বাবলু, রফিকুল ইসলাম, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান মুক্তি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, লালপুর ইউনিয়ন যুবদলের সি: যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান বাপ্পী, যুগ্ম আহ্বায়ক হাবিবুল বাশার সহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী। লালপুর উপজেলা বিএনপি'র সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু বিষয়টি নিশ্চিত করেছেন।