কয়রা উপজেলায় পানি, স্যানিটেশন ও হাইজিন (ওয়াশ) খাতের চ্যালেঞ্জ, করণীয় ও সম্ভাব্য সমাধান নিয়ে উপজেলা প্রশাসনের সাথে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৫ নভেম্বর) বেলা ১১ টায়
হেলভেটাস সুইস ইন্টারকো অপারেশন বাংলাদেশের সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ডরপ-এর একশনস টু ক্লাইমেট চেঞ্জ ইনশিওরিং সাসটেইনএবল সলুশ্যন(এক্সেস) প্রকল্পের আয়োজনে ডরপের কয়রা অফিসে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কযরা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমান ও কৃষি অফিসের উপ-সহকারী কৃষি অফিসার অনুতব সরকার। সভায় স্বাগত বক্তব্য রাখেন ডরপ-এর উপজেলা সমন্বয়কারী মো. শরিফুল আলম তুহিন। এ সময় ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবের সদস্য, ইউপি সদস্য, সাংবাদিক ও মা সংসদের প্রতিনিধিরা উপজেলা পর্যায়ে পানির সংকট, স্যানিটেশন সুবিধার ঘাটতি এবং তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে নানা প্রস্তাব তুলে ধরেন। সভায় বক্তারা কয়রার প্রত্যন্ত অঞ্চলে বিশুদ্ধ পানির জন্য ট্যাংকি বিতরণ, স্যানিটেশন রিং-স্লাব সরবরাহ, পানির সমস্যা নিয়ে সাংবাদিকদের আরও সক্রিয় ভূমিকা, প্রতিটি ওয়ার্ডে সারের ডিলার নিয়োগ এবং কৃষি প্রণোদনা বৃদ্ধির দাবি উপস্থাপন করেন। উপসহকারী কৃষি কর্মকর্তা অনুতব সরদার জানান, আগামী বছর কৃষি প্রণোদনা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং সকল ওয়ার্ডে সারের ডিলার নিয়োগের প্রক্রিয়া চলমান। মোঃ লুৎফর রহমান জানান, কয়রা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ডরপ একটি ডিস্যালাইনেশন প্লান্ট স্থাপন করছে, যা ঐ এলাকার বিশুদ্ধ পানির সংকট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াছাদ আলী ওয়াশ খাতের সমস্যাগুলো সংবাদপত্রে গুরুত্বের সাথে তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানের
প্রধান অতিথি ইস্তিয়াক আহমেদ বলেন, “ডরপ কয়রায় পানির জন্য প্রশংসনীয় উদ্যোগ বাস্তবায়ন করেছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কয়রায় বিশুদ্ধ পানির সংকট দূর করা সম্ভব। সভা শেষে উপজেলা প্রশাসন, সিভিল সোসাইটি, বাজেট মনিটরিং ক্লাব ও ডরপ-এর সমন্বিত উদ্যোগে ওয়াশ খাতের উন্নয়ন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।