জামায়াত ক্ষমতায় গেলে দেশে ইনসাফ প্রতিষ্ঠিত হবে: ডাঃ ফরিদ

এফএনএস (মোঃ ইলিয়াস উদ্দিন; ঝিকরগাছা, যশোর) : | প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৫, ০৬:০০ পিএম
জামায়াত ক্ষমতায় গেলে দেশে ইনসাফ প্রতিষ্ঠিত হবে: ডাঃ ফরিদ

যশোরের ঝিকরগাছা মহিলা কলেজে শিক্ষকবৃন্দের সাথে যশোর- ২ আসনের এমপি প্রার্থী ডাক্তার মোসলেহ উদ্দীন ফরিদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে ঝিকরগাছা মহিলা কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত মোঃ ইলিয়াস উদ্দিন এর সভাপতিত্বে মত বিনিময় সভায় যশোর (ঝিকরগাছা-চৌগাছা)-২ আসনের ডাঃ ফরিদ বলেন, শিক্ষক সমাজ দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। ঠিক তেমনি ভাবে একটি নির্বাচনে শিক্ষক সমাজের ভূমিকা অনেক। আপনাদের নিরপেক্ষতার উপরে নির্ভর করবে একটি সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন ব্যবস্থাপনা। আগামী নির্বাচনে আপনাদের ভূমিকার মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হবে। আগামী নির্বাচনে কোন চাঁদাবাজ ধান্দাবাজ দখলবাজেরা ক্ষমতায় না আসতে পারে সে ব্যাপারে আপনারা কাজ করবেন বলে মনে করি। বাংলাদেশ জামাতে ইসলামী ক্ষমতায় আসলে দেশে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। এ সময় তার সাথে ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন, উপজেলা উপজেলা জামায়াতের নায়েবে আমির হারুন অর রশিদ প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে