রাজধানীর খিলগাঁও ৪৬০ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৫, ০৬:২৬ পিএম
রাজধানীর খিলগাঁও ৪৬০ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজধানীর রামপুরা থানাধীন খিলগাঁও এলাকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল সোমবার বিকেলে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকসহ মাদক চক্রের ২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। অভিযানে প্রায় ১,১৫,০০০/- (এক লক্ষ পনেরো হাজার) টাকা মূল্যের ৪৬০ (চারশত ষাট) পিচ ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম শেখ এহসানুল কবির রিংকু (৩০),পিতা- মৃত এস এম শহিদুল্লাহ, সাং- রাগবপুর, থানা- রামগঞ্জ, জেলা- লক্ষীপুর ও  শহিদুল ইসলাম রাকিব (৩২),পিতা- মৃত রফিক বন্ধুকসী, সাং- মহিষাড়, থানা- ভেদরগঞ্জ, জেলা- শরীয়তপুর বলে জানা যায়। এ সময় তাদের নিকট হতে মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল উদ্ধার পূর্বক জব্দ করা হয়। প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর রামপুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি শেখ এহসানুল কবির রিংকু (৩০) এর বিরুদ্ধে রাজধানীর রামপুরা থানায় একটি নারী ও শিশু আইনে মামলা এবং আসামি শহিদুল ইসলাম রাকিব (৩২) এর বিরুদ্ধে রাজধানীর রামপুরা থানায় একটি মাদক মামলা রয়েছে। মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। 

আপনার জেলার সংবাদ পড়তে