নবম পে-স্কেলের দাবীতে চাঁদপুরে রেলওয়ে কর্মচারীদলের মানববন্ধন

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৫, ০৮:০৬ পিএম
নবম পে-স্কেলের দাবীতে চাঁদপুরে রেলওয়ে কর্মচারীদলের মানববন্ধন

নবম পে-স্কেলের দাবীতে চাঁদপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে  রেলওয়ে শ্রমিক ও কর্মচারীরা। মঙ্গলবার (২৫ নভেম্বর,২০২৫) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের আয়োজনে চাঁদপুর বড়স্টেশন ফ্লাটফর্মে  এই কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন। সংগঠনের চাঁদপুর জেলা শাখার সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  (ভারপ্রাপ্ত) হাবিবুল্লাহ খানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক মারুফ হোসেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সহ-সভাপতি সরকার গোলাম মোস্তফা, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক কামাল শেখ।

বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের এইসব ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রেখেছে। তাই বর্তমান সরকারের কাছে আমরা আবেদন করছি, যেন দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবিগুলো মেনে নেয়া হয়। অন্যথায় আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে সরকার আমাদের ন্যায্য দাবি মেনে না নিলে, কঠোর কর্মসূচি নেয়া হবে। প্রয়োজনে পে-স্কেল বাস্তবায়ন না হলে রেলের চাকা ঘুরতে দেয়া হবে না।

বক্তরা বলেন, ঘ২০২০ সালে রেলওয়েকে মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার পর থেকেই এই বৈষম্যের সূচনা হয়েছে। পরিষ্কার কথা আমাদের দাবি বাস্তবায়ন করতে হবে। বর্তমান অবস্থায় রেলওয়ে কর্মচারীরা চরম দুঃখ-কষ্টে দিন পার করছেন। আজ রেলের কর্মচারীরা চরম অবহেলা ও বৈষম্যের শিকার।

বক্তরা আরো বলেন, আমরা মাননীয় অর্থ উপদেষ্টা ও কমিশনকে বলব, আপনারা কোনো ধরনের পায়তারা না করে আমাদের এই ন্যায্য দাবি মেনে নিয়ে ৯ম গ্রেড বাস্তবায়ন করুন। ৯ম পে-স্কেল বাস্তবায়ন না হলে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে রেলের চাকা বন্ধসহ সরকারী অফিস আদালত বন্ধ করবেন বলে হুশিয়ারি দেন। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে রেলওয়ে শ্রমিকদলসহ বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরের প্রায় ৫ শতাধিক কর্মচারী অংশ গ্রহণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে