নভেম্বরের প্রথম ২৪ দিনে এলো ২৩৫ কোটি ডলার, রিজার্ভও কিছুটা বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৫, ০৯:০২ পিএম
নভেম্বরের প্রথম ২৪ দিনে এলো ২৩৫ কোটি ডলার, রিজার্ভও কিছুটা বৃদ্ধি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সামান্য বৃদ্ধি পেয়ে ৩১ দশমিক ১০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। একই সময়ে চলতি মাসের প্রথম ২৪ দিনে এসেছে ২৩৪ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স, যা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি। মঙ্গলবার, ২৫ নভেম্বর কেন্দ্রীয় ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী এই তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, ২৫ নভেম্বর পর্যন্ত গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১১০০ দশমিক ১৬ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম ৬ পদ্ধতিতে নিট রিজার্ভ হয়েছে ২৬৩৯৩ দশমিক ০৩ মিলিয়ন ডলার। এর আগের দিন ২৪ নভেম্বর গ্রস রিজার্ভ ছিল ৩১০৮৬ দশমিক ৩৫ মিলিয়ন ডলার, আর বিপিএম ৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৬৩৭৮ দশমিক ৪৭ মিলিয়ন ডলার। অর্থাৎ একদিনে রিজার্ভে সামান্য ইতিবাচক সঞ্চার ঘটেছে।

এদিকে বছরের শেষভাগে রেমিট্যান্স প্রবাহও বাড়তি গতি পেয়েছে। নভেম্বরের প্রথম ২৪ দিনে এসেছে ২৩৪ কোটি ৯০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ১৮৩ কোটি ৭০ লাখ ডলার। কেন্দ্রীয় ব্যাংকের সহকারী মুখপাত্র জানান, “এ বছরের রেমিট্যান্স প্রবাহ গত বছরের তুলনায় বেড়েছে”। তার দেওয়া তথ্য অনুযায়ী, শুধুমাত্র ২৪ নভেম্বর দেশে এসেছে ৭ কোটি ৮০ লাখ ডলার।

চলতি অর্থবছরের জুলাই থেকে ২৪ নভেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ২৪৯ কোটি ৮০ লাখ ডলার, যা বছরওয়ারি হিসেবে ১৬ দশমিক ১০ শতাংশ বেশি। এর আগের কয়েক মাসেও ধারাবাহিকভাবে শক্তিশালী প্রবাহ দেখা গেছে। অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট ও জুলাই মাসে রেমিট্যান্স এসেছে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার, ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার, ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

গত ২০২৪–২৫ অর্থবছরে রেমিট্যান্স ছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার, যা দেশে প্রবাসী আয় হিসেবে এক বছরের সর্বোচ্চ রেকর্ড। অর্থনীতিবিদরা বলছেন, টানা এসব প্রবাহ রিজার্ভ পুনরুদ্ধারে বড় সহায়তা করবে।

আপনার জেলার সংবাদ পড়তে