দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়ন পরিষদ চত্বরে পল্লীশ্রী সংস্থার উদ্যোগে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) ইউনিয়ন পরিষদে পরিষেবা প্রদানকারী সংস্থার সাথে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
পল্লীশ্রী’র এইচআর শামিমা পপি’র সভাপতিত্বে আয়োজিত গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ জমির উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. আব্দুল হামিদ।
প্রধান অতিথি অধ্যক্ষ আব্দুল হামিদ বলেন, ইউনিয়ন পর্যায়ে পরিসেবা প্রদানকারী সংস্থার সাথে সেবা গ্রহনকারীদের মাঝে সচেতনতা জোরদার করতে হবে। ইউনিয়ন পর্যায়ে যে সমস্ত নারী নির্যাতিত হচ্ছে তাদের পাশে ইউনিয়ন পরিষদকে দাঁড়াতে হবে, তবে মেয়েদের শিক্ষিত করতে হবে।
সভাপতির বক্তব্যে এইচআর শামিমা পপি বলেন, এই ইউনিয়নে শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে ১৪ জনের, মানসিক নির্যাতনের ঘটনা ঘটেছে ১০ জনের, অর্থনৈতিক নির্যাতনের ঘটনা ঘটেছে ১৫ জনের, কিশোরীদের প্রতি হয়রানীমূলক আচরণের ঘটনা ঘটেছে ২ জন। এই ইউনিয়নে ঝুঁকিপূর্ণ স্থান হলো আদিবাসীপাড়া, মাদ্রাসার মোড়, ধিরেন মিস্ত্রীর পুকুর পাড় ও গাবুড়ার মাঠ।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখপুরা ইউপির প্রশাসনিক কর্মকর্তা মমতাজ উদ্দিন আহম্মদ, ইউপি সদস্য রিনা রানী, ইউপি সদস্য, রাশেদা পারভীন, ইউপি স্ট্যান্ডিং কমিটির সভা প্রধান সুভাষ চন্দ্র রায়, ইউনিয়ন সমাজসেবা অবসরপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা। এছাড়া উপস্থিত নারী নির্যাতনের শিকার গ্রস্থ নারী ক্লাবের সদস্য রুনা লায়লা, লাকী বেগম, পারুল, তহমিনা আমিন প্রমুখ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রোগ্রাম অফিসার রওনক আরা হক নীপা।
শেখপুরা ইউপির প্রশাসনিক কর্মকর্তা মমতাজ উদ্দিন আহম্মদ বলেন, আমরা বয়স্ক ভাতা ১ হাজার ৫১১ জনকে, বিধবা ভাতা ৮৬১ জনকে, প্রতিবন্ধী ভাতা ৬৭২ জনকে, মাতৃকালীন ভাতা ৩৩৬ জনকে, ভিডাব্লিউ ভাতা ২১৮ জনকে, ভিজিএফ ভাতা ৬ হাজার ৪৫০ জনকে ৪০ দিনের কর্মসূচী অতি দরিদ্রের কর্মসংস্থানের লক্ষ্যে ৩৯৫ জনকে, টিসিবি সদস্য ৩ লক্ষ ৪৩৮ জন, খাদ্য বান্ধব কর্মসূচীতে ২ হাজার ২৭৮ জনকে প্রদান করে আসছি।