আত্মশুদ্ধি ও আধ্যাত্মিকতার দেশব্যাপী বিস্তৃত চরমোনাই তরিকার তিন দিনব্যাপী অগ্রহায়নের বার্ষিক মাহফিল আজ বুধবার (২৬ নভেম্বর) থেকে শুরু হচ্ছে। ঐতিহ্যবাহী মাহফিল প্রতিবছর অগ্রহায়ণ ও ফাল্গুন মাসে অনুষ্ঠিত হয়।
আজ দুপুরে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের উদ্বোধনী বয়ানের মধ্যদিয়ে মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হবে। তিন দিনব্যাপী মাহফিলে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় মোট সাতটি প্রধান বয়ান অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী ও সমাপনী বয়ান পেশ করবেন চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। আর মাঝের তিনটি বয়ান পেশ করবেন বাংলাদেশ মুজাহিদ কমিটির নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই। এছাড়াও দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম বিভিন্ন সময়ে বয়ান করবেন।
চরমোনাই জামেয়া রশিদিয়া আহসানাবাদ কর্তৃক আয়োজিত মাহফিলের ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ মুজাহিদ কমিটি। মাহফিলের দ্বিতীয় দিন ২৭ নভেম্বর সকাল সাড়ে দশটা থেকে দেশের শীর্ষ উলামায়ে কেরাম ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে উলামা সম্মেলন অনুষ্ঠিত হবে। তৃতীয় দিন একইসময়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ছাত্র জমায়েত অনুষ্ঠিত হবে।
মাহফিলে আগত মুসল্লীদের সেবা ও শৃঙ্খলার জন্য সহস্রাধিক স্বেচ্ছাসেবক রয়েছেন। চিকিৎসার জন্য একশ' শয্যার হাসপাতাল রয়েছে। যেখানে দেশের শীর্ষ চিকিৎসকরা সার্বক্ষণিক জরুরী সেবা প্রদান করবেন। দুইটি ওয়াটার এ্যাম্বুলেন্সসহ পাঁচটি এ্যাম্বুলেন্স রয়েছে জরুরী প্রয়োজনে রোগীদের স্থানান্তরের জন্য। নিরাপত্তার জন্য পুলিশ-আনসার বাহিনীর পাশাপাশি নিজস্ব নিরাপত্তা কর্মী নিয়োজিত থাকবে। ফায়ার সার্ভিসের একটি দল সদাপ্রস্তত অবস্থায় থাকবে।
হাসপাতাল উদ্বোধণ :
চরমোনাইর বার্ষিক মাহফিলকে কেন্দ্র করে স্থাপিত শায়খ ফজলুল করিম (রহ.) হাসপাতালের আনুষ্ঠানিকভাবে উদ্বোধণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে হাসপাতালের উদ্বোধণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মাওলানা সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম।
উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও ইসলামী ফাউন্ডেশনের গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ ইসহাক মুহাম্মদ আবুল খায়ের, বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারি জেনারেল মো. গিয়াস উদ্দিন খান, স্বেচ্ছাসেবক প্রধান হাজী মনির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।Home Contact 0 User Image Jannatul Shifa Search Website Dashboard News Portal Book Media Add Public Photos Site Settings Pages Profile News Create(new) Category District : Sub title : Enter sub title Title : ঐতিহ্যবাহী চরমোনাইর মাহফিল শুরু Writer : এফএনএস (বরিশাল প্রতিবেদক) : Show in Top? Show in Home Five? Status Is Default? Is Future? Show District Home? Content : আত্মশুদ্ধি ও আধ্যাত্মিকতার দেশব্যাপী বিস্তৃত চরমোনাই তরিকার তিন দিনব্যাপী অগ্রহায়নের বার্ষিক মাহফিল আজ বুধবার (২৬ নভেম্বর) থেকে শুরু হচ্ছে। ঐতিহ্যবাহী মাহফিল প্রতিবছর অগ্রহায়ণ ও ফাল্গুন মাসে অনুষ্ঠিত হয়। আজ দুপুরে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের উদ্বোধনী বয়ানের মধ্যদিয়ে মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হবে। তিন দিনব্যাপী মাহফিলে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় মোট সাতটি প্রধান বয়ান অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ও সমাপনী বয়ান পেশ করবেন চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। আর মাঝের তিনটি বয়ান পেশ করবেন বাংলাদেশ মুজাহিদ কমিটির নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই। এছাড়াও দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম বিভিন্ন সময়ে বয়ান করবেন। চরমোনাই জামেয়া রশিদিয়া আহসানাবাদ কর্তৃক আয়োজিত মাহফিলের ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ মুজাহিদ কমিটি। মাহফিলের দ্বিতীয় দিন ২৭ নভেম্বর সকাল সাড়ে দশটা থেকে দেশের শীর্ষ উলামায়ে কেরাম ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে উলামা সম্মেলন অনুষ্ঠিত হবে। তৃতীয় দিন একইসময়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ছাত্র জমায়েত অনুষ্ঠিত হবে। মাহফিলে আগত মুসল্লীদের সেবা ও শৃঙ্খলার জন্য সহস্রাধিক স্বেচ্ছাসেবক রয়েছেন। চিকিৎসার জন্য একশ' শয্যার হাসপাতাল রয়েছে। যেখানে দেশের শীর্ষ চিকিৎসকরা সার্বক্ষণিক জরুরী সেবা প্রদান করবেন। দুইটি ওয়াটার এ্যাম্বুলেন্সসহ পাঁচটি এ্যাম্বুলেন্স রয়েছে জরুরী প্রয়োজনে রোগীদের স্থানান্তরের জন্য। নিরাপত্তার জন্য পুলিশ-আনসার বাহিনীর পাশাপাশি নিজস্ব নিরাপত্তা কর্মী নিয়োজিত থাকবে। ফায়ার সার্ভিসের একটি দল সদাপ্রস্তত অবস্থায় থাকবে। হাসপাতাল উদ্বোধণ : চরমোনাইর বার্ষিক মাহফিলকে কেন্দ্র করে স্থাপিত শায়খ ফজলুল করিম (রহ.) হাসপাতালের আনুষ্ঠানিকভাবে উদ্বোধণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে হাসপাতালের উদ্বোধণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মাওলানা সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম। উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও ইসলামী ফাউন্ডেশনের গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ ইসহাক মুহাম্মদ আবুল খায়ের, বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারি জেনারেল মো. গিয়াস উদ্দিন খান, স্বেচ্ছাসেবক প্রধান হাজী মনির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। Meta Tag : এফএনএস (বরিশাল প্রতিবেদক) : Meta Description : ঐতিহ্যবাহী চরমোনাইর মাহফিল শুরু Thumb ImageNo file chosen Thumb title : thumb_title Big ImageNo file chosen Big title : big_title Image Name : Image Name Meta Data : Publish in Telegram? Designed & Developed By Anisur Rahman ShahinCopyright © 2012-2025 Fns24. All rights reserved.