কাহারোলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : | প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৫, ১২:৩৭ পিএম
কাহারোলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

বুধবার সকাল ১১ টায় “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি। প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপদ্যকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ পালন উপলক্ষে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতাল কাহারোল এর যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় হতে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্বরে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়,কাহারোল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আবু সরফরাজ হোসেন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , কাহারোল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস। বক্তব্য রাখেন, সমবায় কর্মকর্তা মোঃ সারোয়ার মোর্শেদ ও মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল হক প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে