রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী’২৫ উদ্বোধন

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) : | প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৫, ০২:৩১ পিএম
রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী’২৫ উদ্বোধন

‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ ও প্রদর্শনী সপ্তাহ। এ উপলক্ষে বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করেন।

ওই দিন সকাল ১১টায় প্রাণী সম্পদ অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রাণি সম্পদ গেটে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান ফিতা কেটে জাতীয় প্রাণিসম্পদ ও প্রদর্শনী সপ্তাহ/২৫ উদ্বোধন করেন। পরে প্রাণি সম্পদ হল রুমে ডা. মো: রহমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান। সাধন চন্দ্র রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম লিংকন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক সরকার অরুন যদু, প্রেসক্লাব রাজারহাট’র সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, এনসিপি রাজারহাট শাখার আহবায়ক রাশেদুজ্জামান রাশেদ, ভেটেরিনারি সার্জন ডা. রনজিনা আক্তার ও সফল উদ্যেক্তা খামারী শামছুজ্জামান প্রমূখ। 

এসময় বক্তারা বলেন, বাংলাদেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রাজারহাটে প্রায় এক হাজারেরও বেশী খামার রয়েছে। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন মাধ্যমে আধুনিক প্রযুক্তির বিস্তার, নিরাপদ খাদ্য উৎপাদন, নারী ও যুব উদ্যোক্তা সৃষ্টি, আন্তর্জাতিক মান অর্জন এবং সরকারি-বেসরকারি সমন্বয় আরও জোরদার হবে। প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও জনগণকে সচেতন করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে প্রধান অতিথি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ উপলক্ষে অফিস চত্বরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীতে উদ্যোক্তা ও খামারীরা ২৫ টি স্টলে গবাদিপশু পাখি, হাঁস মুরগি প্রদর্শন করেন। অতিথিরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। শেষে সফল উদ্যোক্তা ও খামারীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে