রাজশাহীর নতুন পুলিশ কমিশনার জিল্লুর রহমান, এসপি নাঈমুল হাছান

এম এম মামুন; রাজশাহী
| আপডেট: ২৬ নভেম্বর, ২০২৫, ০৩:৪১ পিএম | প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৫, ০৩:৪১ পিএম
রাজশাহীর নতুন পুলিশ কমিশনার জিল্লুর রহমান, এসপি নাঈমুল হাছান
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনারকে বদলি করা হয়েছে। আরএমপির ৩৩তম কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মো. জিল্লুর রহমান। এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনারের দায়িত্বে ছিলেন। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জিল্লুর রহমান আরএমপির বর্তমান কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের স্থলাভিষিক্ত হচ্ছেন। একই প্রজ্ঞাপনে আরএমপির ৩২তম পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে ঢাকা পুলিশ অধিদফতরেকর ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এর আগে গত বছরের ৭ সেপ্টেম্বর আরএমপির কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন মোহাম্মদ আবু সুফিয়ান। ৫ আগস্টের পর তিনিই প্রথম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করলেন। তিনি আরএমপির ৩২তম পুলিশ কমিশনার ছিলেন।
আপনার জেলার সংবাদ পড়তে