যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ২৬ নভেম্বর, ২০২৫, ০৪:৩৯ পিএম | প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৫, ০৪:৩৬ পিএম
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

অপহরণ ও ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফেরদৌস শেখকে গ্রেপ্তার করেছে বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান।

তিনি জানান, বরিশাল র‌্যাব-৮ এর কমান্ড অ্যান্ড সাপোর্ট কোম্পানি (সিপিএসসি) এর সদস্যরা র‌্যাব-১০ এর সদস্যদের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকার চুনকুটিয়া বালিকা বিদ্যালয় সড়ক থেকে পলাতক আসামি ফেরদৌস শেখকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ফেরদৌস শেখ পিরোজপুর সদর থানাধীন টোন এলাকার বাসিন্দা আলী আক্কাস শেখের ছেলে। অপহরণ ও ধর্ষণের ঘটনায় তার বিরুদ্ধে ২০১৯ সালে পিরোজপুরের নাজিরপুর থানায় দায়েরকৃত একটি মামলায় আদালতের বিচারক ফেরদৌস শেখকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছিলো। রায়ের পর থেকে সে (ফেরদৌস) পলাতক ছিলো।

আপনার জেলার সংবাদ পড়তে