বরিশাল নগরীর নির্দিষ্ট কিছু সড়কে ব্যাটারি চালিত রিকশার চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে প্যাডেল চালিত রিকশা শ্রমিকরা। বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১ টার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনের সদর রোডে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে তারা রিকশা নিয়ে নগরীতে বিক্ষোভ মিছিল বের করেন।
বিক্ষোভ সমাবেশে প্যাডেল রিকশা চালকরা বলেন, প্যাডেল রিকশা বরিশাল নগরীর ইতিহাস ঐতিহ্য বহন করে। কিন্তু বর্তমানে ব্যাটারি চালিত রিকশার দৌরাত্ম্যে সদর রোডে প্যাডেল রিকশা চালানো অসম্ভব হয়ে পরেছে। দ্রুতগতির ব্যাটারিচালিত রিকশায় কারণে অহরহ দুর্ঘটনা লেগেই রয়েছে।
তারা আরও বলেন, বরিশাল নগরীতে ব্যাটারি চালিত রিকশা দিন দিন বেড়েই চলেছে। ফলে নগরীরজুড়ে দীর্ঘ যানজটসহ বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটছে। নগরীর সদর রোডসহ আটটি সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচল নিষেধ থাকার পরেও তা মানা হচ্ছে না। বিষয়টি নিয়ে বরিশাল সিটি করপোরেশন ও জেলা প্রশাসন বরাবরে একাধিকবার আবেদন করেও কোন প্রতিকার মেলেনি। তাই দ্রুত বিষয়টি নিয়ে পদক্ষেপ গ্রহণ করা না হলে আগামীতে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়। এসময় বক্তারা নগরীর সদর রোড, জিলাস্কুল মোড়, লাইন রোড, গির্জা মহল্লা ও কাটপট্টি রোডে ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবি করেন। সমাবেশে বক্তব্য রাখেন, প্যাডেল রিকসা চালক মো. চাঁন মিয়া, মো. দুলাল, আলমগীর হেসেন, শাজাহান মিয়াসহ অন্যান্যরা।