“দেশীয় প্রজাতি, আধুনিক প্রযুক্তি : প্রাণিসম্পদে হবে উন্নতি” শ্লোগানকে সামনে রেখে বরিশালে শুরু হয়েছে সপ্তাহব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ। জেলা প্রাণিসম্পদ দপ্তর বরিশালের আয়োজনে বুধবার (২৬ নভেম্বর) সকালে নগরীর নবগ্রামে রোডস্থ জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ বছর দিসটির কর্মসূচির অংশ হিসেবে প্রাণিসম্পদ প্রদর্শনী, বিনামূল্যে গবাদিপশু ও হাঁস-মুরগির ভ্যাকসিনেশন ক্যাম্পেইন, কৃমিনাশক বিতরণ, প্রাণিসম্পদ উন্নয়নে তরুণ উদ্যোক্তাদের ভাবনা শীর্ষক মতবিনিময়, কৃত্রিম প্রজনন, স্কুল ফিডিং, কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হবে। প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় প্রাণীসম্পদ দপ্তরের পরিচালক মো. মাহফুজুল হক ও জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন। বরিশালের জেলা প্রশাসক মো. খাইরুল আলম সুমনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন-জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান। প্রদর্শনীতে বিভিন্ন পর্যায়ের খামারি এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ৩২টি স্টল বসেছে। র্যালি ও আলোচনা শেষে অতিথিরা ওইসব স্টল পরিদর্শন করেন।