আট দফা দাবিতে বরিশালে নার্সদের অবস্থান ধর্মঘট

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৫, ০৪:৩৮ পিএম
আট দফা দাবিতে বরিশালে নার্সদের অবস্থান ধর্মঘট

স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে অন্তর্ভুক্তি করণের প্রতিবাদ এবং জাতীয় নার্সিং কমিশন গঠনসহ আট দফা দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) এর নেতৃবৃন্দরা।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনএ’র বরিশাল জেলা শাখার সভাপতি আলী আজগর, সহ-সভাপতি মো. শাহআলম, সাধারণ সম্পাদক নূরে আলম তালুকদার, কোষাধ্যক্ষ শামীমা ইয়াসমিন, আনোয়ারা খানম, হাফিজা আক্তারসহ বরিশাল নার্সিং কলেজ ও শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত সেবক-সেবিকারা।

নেতৃবৃন্দরা বলেন, আমাদের দাবি আদায়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের পর গত দুইদিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করছি। আর দাবি পূরণ না হলে ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে। যারমধ্যে ২৭ নভেম্বর দুই ঘণ্টাব্যাপী কালো ব্যাচ ধারণ করে প্রতিষ্ঠানের সামনের রাজপথে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। ৩০ নভেম্বর কালো ব্যাচ ধারণ করে দুই ঘণ্টাব্যাপী প্রতীকী শাট-ডাউন এবং আগামী ২ ডিসেম্বর থেকে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দেশের সকল স্বাস্থ্যসেবা এবং নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে কমপ্লিট শাট ডাউন পালন করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে