রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ই-কার্ট সার্ভিস চালু

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৫, ০৪:৩৯ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ই-কার্ট সার্ভিস চালু
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের সুলভ ও পরিবেশবান্ধব চলাচলের সুবিধা নিশ্চিত করতে ই-কার্ট সার্ভিস চালু করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে প্রশাসন ভবন-১ চত্বরে এক অনাড়ম্বর আয়োজনে এই সার্ভিসের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। উদ্বোধন শেষে উপাচার্য তাঁর মন্তব্যে বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিস্তৃত ক্যাম্পাসে সুলভ পরিবহণের যে ঘাটতি ছিল, ই-কার্ট চালুর মাধ্যমে তা অনেকটাই পূরণ হলো। এতে শিক্ষার্থী ও সাধারণ যাতায়াতকারীদের দীর্ঘদিনের ভোগান্তিও কমবে।” অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, পরিবহণ প্রশাসক প্রফেসর মো. আব্দুর রাজ্জাক সরকার। এ ছাড়াও উপস্থিত ছিলেন রাকসুর সহ-সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, রুয়ার সভাপতি মো. রফিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক প্রফেসর মো. নিজাম উদ্দীন, কোষাধ্যক্ষ প্রফেসর জে. এ. এম. সকিলউর রহমান, নির্বাহী সদস্য নূরুল ইসলাম বুলবুলসহ রুয়ার অন্যান্য দায়িত্বশীলরা। রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশন (রুয়া)–এর ব্যবস্থাপনায় ই-কার্ট সার্ভিসটি পরিচালিত হবে। প্রথম পর্যায়ে পাঁচটি ই-কার্ট চালু করা হয়েছে, আরেকটি খুব শিগগিরই চালু হবে বলে জানানো হয়। ই-কার্টগুলো বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট, শহীদ সাকিব আনজুম (কাজলা) গেট এবং শহীদ আলী রায়হান (বিনোদপুর) গেট থেকে বিভিন্ন আবাসিক হল ও অ্যাকাডেমিক ভবন রুটে চলবে। প্রতি যাত্রায় ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ৫ টাকা। বিশ্ববিদ্যালয়সূত্র জানায়, ই-কার্ট সার্ভিসের সাড়া ও প্রয়োজনীয়তা বিবেচনায় আগামীতে আরও কয়েকটি ই-কার্ট যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে